Monday - Saturday, 10AM to 09PM

সংক্ষিপ্ত পরিচিতিঃ

সহকারী অধ্যাপক ডাঃ মোঃ তৌছিফুর রহমান একজন প্রতিভাবান ও মানবদরদী ক্যান্সার চিকিৎসক। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ & হসপিটাল, ঢাকা থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। এরপর মেডিসিনে পোষ্ট গ্রাজুয়েশন ট্রেনিং সম্পন্ন করেন ও ডায়াবেটিসের উপর সিসিডি (বারডেম) সম্পন্ন করেন।
অত:পর বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় সর্বোচ্চ ডিগ্রী এমডি (অনকোলজি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন।

তারপর ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে স্কয়ার হসপিটাল & ক্যান্সার সেন্টার, পান্থপথ ঢাকায় যোগদান করেন। সেখানে প্রায় দেড় বছর কাজ করার পর সহকারী অধ্যাপক হিসেবে টিএমএসএস মেডিকেল কলেজ ও ক্যান্সার সেন্টারে যোগদান করেন এবং বর্তমানে কর্মরত আছেন।

তিনি সর্বাধুনিক পদ্ধতিতে কেমোথেরাপী , হরমোনথেরাপী, ইমিউনোথেরাপী, টার্গেটেডথেরাপী, রেডিওথেরাপী (3DCRT, IMRT, VMAT, SBRT, Electron Therapy) এর উপর অভিজ্ঞতা অর্জন ও উচ্চতর গবেষণা সম্পন্ন করেন।
এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে নিয়মিত যোগদান করছেন এবং তার লেখা ও প্রবন্ধ দেশি বিদেশী বিভিন্ন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়।

ডাঃ মোঃ তৌছিফুর রহমান প্রায় দীর্ঘ ১০ বছর ধরে ক্যান্সার চিকিৎসায় অভিজ্ঞতা সম্পন্ন। তিনি বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজি (বি এস আর ও) এর আজীবন সদস্য এবং ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিকেল অনকোলজি (ইএসমো) এর সদস্য।

তিনি আধুনিক পদ্ধতিতে ক্যান্সার চিকিৎসায় গুণগত পরিবর্তন এনে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা আন্তর্জাতিক মানে উন্নীত করতে চান। তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সঠিকভাবে ক্যান্সার চিকিৎসা সেবা পৌছে দেওয়া ও সারাদেশব্যাপী ক্যান্সার সচেতনতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া ক্যান্সার চিকিৎসার ব্যায় কমানো ও সাধারন মানুষের মধ্যে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও নিরাময়ে অবদান রাখতে চান।

প্রিয় ক্যান্সার যোদ্ধা আপনার জন্য শুভকামনা।


আমার নিকট থেকে আপনি যে সকল সেবা পাবেন
■ টিউমার ও ক্যান্সার স্ক্রিনিং।
■ ক্যান্সার কেমেথেরাপী।
■ ক্যান্সার ইমিউনোথেরাপী/টার্গেটেডথেরাপী।
■ ক্যান্সার প্যালিয়েটিভ কেয়ার।
■ সর্বাধুনিক পদ্ধতিতে রেডিওথেরাপি প্রদান।
(3DCRT, IMRT, VMAT, SBRT, Electron Therapy)
যে সকল রোগের চিকিৎসা পাবেন।
■ ফুসফুস ও স্তন ক্যান্সার।
■ খাদ্যনালী, পাকস্থলী ও পায়ুপথের ক্যান্সার।
■ কিডনী, মূত্রনালী, প্রোস্টেট এবং অন্ডকোষ ক্যান্সার।
■ জরায়ু ও ডিম্বাশয়ের ক্যান্সার।
■ মুখগহবর ও হেডনেক, ব্রেইন এবং স্কিন ক্যান্সার।
■ লিভার, পিত্তথলি ও প্যানক্রিয়াসের ক্যান্সার।
■ লিম্ফোমা ও মাল্টিপল মায়োলোমা।
■ থাইরয়েড ক্যান্সার।

আপনার জন্য কিছু সাধারণ পরামর্শঃ
■ অধিক পরিমাণে প্রোটিন জাতীয় খাবার (মাছ, গোশত, দুধ, ডিমের সাদা অংশ) খান।
■ চর্বিযুক্ত খাবার পরিহার করে অধিক পরিমাণে সবুজ ও সতেজ দেশি শাকসবজি ও ফলমূল খান।
■ তামাকজাত দ্রব্য, অ্যালকোহল ও অন্যান্য মাদকদ্রব্য সম্পর্ণূরুপে পরিহার করুন।
■ সুপারী, গুল, জর্দা পরিহার করুন।
■ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন।
■ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, পবিত্রতা ও প্রফুল্লতা বজায় রাখুন।
■ পর্যাপ্ত পরিমাণ পানি খান (প্রতিদিন অন্তত ২ লিটার)।
■ ভিড় ও জনসমাগম এড়িয়ে চলুন পরিবার ও কাছের মানুষের সাথে বেশি সময় কাটান।
■ শখ ও পছন্দের কাজ বেশি বেশি করুন।
■ চিন্তা টেনশন মুক্ত থাকুন, ধর্মীয় বিশ্বাস অটুট রাখুন।
■ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে থাকলে সে সব রোগের সুচিকিৎসা করুন।

মনে রাখবেন ক্যান্সার অন্যান্য অসংক্রামক রোগের মতই একটি রোগ, সচেতনতায় এর প্রতিরোধ ও সুচিকিৎসায় নিরাময় সম্ভব।

ক্যান্সার সচেতনতার জন্য facebook.com/tousifur454 লাইক ও ফলো করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।

আসুন নিজে সতেচন হই, পরিবার ও সমাজকে সচেতন করি । আমার, আপনার, "সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়"।